বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পুরো ক্যাম্পাস জুড়ে সুনসান নীরবতা, শিক্ষার্থীরা নেই, কেবল দাপ্তরিক কাজকর্ম চলছে। এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির পক্ষে ছিলেন না খোদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন তারই গড়া দলের পক্ষ থেকে বুয়েটে যেকোনো মূল্যে রাজনীতি প্রবেশ করাতে বলার অর্থ বঙ্গবন্ধুর আদেশ অমান্য করা— এমন দাবি শিক্ষাপ্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীদের। তারা বলেন ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদেশ অমান্য করার আন্দোলন করছে।