ঈদ কেনাকাটায় মোবাইল ফিন্যান্সিয়াল ব্যাংকিং (এমএফএস) এবং কার্ডের ব্যবহার বাড়ছে। বিভিন্ন ব্র্যান্ডের দোকান, নামিদামি হোটেল-রেস্তোরাঁ, ফ্যাশন হাউজ ও সেবার বিল পরিশোধে বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এসব সেবা। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিক্রেতা প্রতিষ্ঠানগুলোও কার্ড ব্যবহার এবং ডিজিটাল পেমেন্টে ছাড় দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নগদ টাকা পরিশোধের চেয়ে ডিজিটাল পেমেন্ট তুলনামূলকভাবে নিরাপদ ও ঝামেলামুক্ত। জালটাকার আশঙ্কা থাকে না। এছাড়াও খুচরা টাকা ভাঙানোর বিড়ম্বনায় পড়তে হয় না। তাদের মতে, সরকারের স্মার্ট বাংলাদেশ ও ক্যাশলেস অর্থনীতি বিনির্মাণে এটি বড় অগ্রগতি। অর্থনীতিবিদরা এটিকে ইতিবাচকভাবে দেখছেন।