দিনাজপুরের খানসামা উপজেলায় রাতের আঁধারে এক চাষির ৩৫ শতক জমির পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর এলাকার কৃষক রফিকুল ইসলামের ক্ষেতে এই ঘটনা ঘটে। সকালে ওই কৃষক কাটা গাছগুলো দেখে দিশেহারা হয়ে পড়েন।
কৃষক রফিকুল ইসলামের ছেলে রিপন ইসলাম বলেন, সকালে ক্ষেতে গিয়ে দেখি পটলের সব গাছ মরে যাচ্ছে। পরে দেখি মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়া উপড়ে ফেলা।