ভারতের কাশ্মীরের ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে নিহত ৪ জন। এছাড়াও নিখোঁজ হয় আরো ১৫ জন। মঙ্গলবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় আজ সকালের দিকে কাশ্মীরের শ্রীনগরের ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায়। এতে বেশ কয়েকজন শিশুও ছিল। শিশুরা স্কুলে যাচ্ছিল নৌকাটিতে করে। সব মিলিয়ে নৌকাটিতে থাকা ১৫ জনই নিখোঁজ হয়েছে।