মন্ত্রী-এমপি দলীয় নির্দেশনার তোয়াক্কা করছেন না ~যুগান্তর

তৃতীয় ধাপে আজ ৮৭ উপজেলায় ভোট

উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কড়া ভাষায় সতর্ক করেছে আওয়ামী লীগ। তবে নিজেদের ক্ষমতার বলয় ধরে রাখতে মরিয়া স্থানীয় এমপি-মন্ত্রীরা। ফলে কেন্দ্রের (আওয়ামী লীগ) কোনো নির্দেশনারই তোয়াক্কা করছেন না তারা। নানা কৌশলে পছন্দের প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছেন। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারে চাপ প্রয়োগ, প্রচারণা ও মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া, প্রার্থীকে অপহরণসহ নানা অভিযোগ উঠছে স্থানীয় এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে। ইতোমধ্যেই কয়েকটি উপজেলায় ঘটেছে সংঘাতের ঘটনাও। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, দলের অভ্যন্তরে সংঘাত-সহিংসতা, হামলা-পালটা হামলা ও বিশৃঙ্খলা বাড়ার শঙ্কা দেখা দিচ্ছে। তবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। ফলে নির্বাচনে এমপি-মন্ত্রীসহ কারোর বিরুদ্ধে প্রভাব সৃষ্টির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-এটা তাদের দলীয় সিদ্ধান্ত।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন