হামলা করলে ইসরাইলের অস্তিত্ব থাকত না: ইরানের প্রেসিডেন্ট ~যুগান্তর

হামলা করলে ইসরাইলের অস্তিত্ব থাকত না: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলে ‘সীমিত আকারের’ হামলা হয়েছে। বড় আকারের হামলা হলে দেশটির অস্তিত্ব থাকত না বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর আল-জাজিরার

রাইসি আরও বলেছেন, এ হামলার জবাবে ইসরাইল যদি ‘ক্ষুদ্রাতিক্ষুদ্র আক্রমণ’ও চালায়, তাহলে তার জবাব হবে বিশাল ও কঠোর। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন