৬ চেয়ারম্যানসহ ২৫ জন বিনা ভোটে নির্বাচিত ~যায়যায়দিন

নির্বাচন নিয়ে অস্বস্তিতে বড় দুই দল

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ২৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন রয়েছেন। মঙ্গলবার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। বিনা ভোটে নির্বাচিতদের মধ্যে দুইজন মন্ত্রী এমপিদের স্বজন বলে জানা গেছে।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০ জনের বেশি মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান, নিকটাত্মীয় ও স্বজন উপজেলা চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে রয়ে গেছেন। তবে প্রথম পর্বের ভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার মাত্র তিনজন মন্ত্রী-সংসদ সদস্যদের স্বজন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় পর্বে নতুন করে আরও প্রায় ৩৫ জন মন্ত্রী-সংসদ সদস্যের স্বজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এরমধ্যে কুমিলস্নার বরুড়া উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন শ্যালক রয়েছেন। একই জেলার সদর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন