ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারে বিকেলের পর ঢুকলেই ভিন্ন দৃশ্য চোখে পড়বে। বিশাল এই পাঠাগারে শিক্ষার্থীরা বসার জায়গা পান না। স্বাভাবিকভাবে মনে হতে পারে, এটাই তো স্বাভাবিক দৃশ্য হওয়ার কথা। শিক্ষার্থীরা তো পড়ালেখা করবেনই।
কিন্তু প্রকৃত তথ্য হলো, শিক্ষার্থীরা পাঠাগার থেকে নিয়ে তেমন কোনো বই পড়ছেন না। তাঁরা নিজেরাই নিয়ে আসা বিসিএসের নানা গাইড বই পড়ছেন। মূলত নিরিবিলি জায়গা পাওয়ার জন্যই তাঁরা পাঠাগারে ঢুকেছেন। অথচ সাত-আট বছর আগেও দৃশ্যপট ছিল ভিন্ন।