কোনো শক্তি আমাকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না : প্রধানমন্ত্রী ~কালের কণ্ঠ

কোনো শক্তি আমাকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না : প্রধানমন্ত্রী

সমালোচকদের উদ্দেশে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বলেছেন, ‘আমাকে জনগণ থেকে দূরে সরাতে পারবেন না। এই দেশের জনগণই আমার শক্তি। জনগণের কল্যাণে আমি কাজ করি, সেটা জনগণ বোঝেন, সে কারণে আমার সঙ্গে আছেন। আমি কাউকে পরোয়া করি না। গতকাল বৃহস্পতিবার রাতে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী ভাষণে সংসদ নেতা এসব কথা বলেন। সংসদ নেতার বক্তব্যের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি অডিও রেকর্ড সংসদে শোনানো হয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক অধিবেশন সমাপ্তির ঘোষণাটি পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি দেশের মানুষের কল্যাণে কাজ করি।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন