ঢাকায় সিরিজ বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে দিন শুরু করে একে একে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ সব বিষয়েই আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের জন্য আগামী দুই মাসের মধ্যে ভারতীয় ভিসা আরও দ্রুততার সঙ্গে পাওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। পাশাপাশি ভারতের পক্ষ থেকে তিস্তা প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে, আর বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। দিনভর বৈঠক শেষে গতকাল ঢাকা ত্যাগ করেন বিনয় কোয়াত্রা। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটাই ছিল ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রথম সফর।