২৩ বছরে দেশে গ্যাসকূপ খনন বিনিয়োগ ও সফলতা ~বণিকবার্তা

রাষ্ট্রায়ত্ত তিন গ্যাস কোম্পানি ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত—এ ২৩ বছরে দেশে গ্যাসকূপ খনন করেছে মোট ৫৯টি। এতে বিনিয়োগ হয়েছে ৬ হাজার ৮৩২ কোটি টাকা। সীমিত এ অর্থে খননকৃত অনুসন্ধানমূলক কূপের ৫০ শতাংশেই গ্যাস পাওয়া গেছে। যেখানে তার চেয়ে নয় গুণ বেশি বিনিয়োগ করে বিদেশী তেল-গ্যাস উত্তোলন কোম্পানিগুলোর (আইওসি) সফলতার হার কেবল ২৫ শতাংশ। গ্যাস খাতের উৎপাদন, সরবরাহ পরিস্থিতি, গ্যাসকূপ খনন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পেট্রোবাংলার তথ্য-উপাত্তে বিষয়টি উঠে এসেছে। দেশে গ্যাস উত্তোলন করছে রাষ্ট্রায়ত্ত তিন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স), বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। প্রায় দুই যুগে কোম্পানি তিনটির আওতায় (এনওসি) মোট ১৮টি অনুসন্ধানমূলক গ্যাসকূপ খনন করা হয়েছে। এর মধ্যে নয়টিতেই গ্যাস মিলেছে। এক্ষেত্রে সফলতার হার ৫০ শতাংশ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন