নারায়ণগঞ্জে যে যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে দখল করে নিচ্ছে রেলের সম্পত্তি। এক জরিপে দেখা গেছে, শুধু নারায়ণগঞ্জ-কমলাপুর ও নারায়ণগঞ্জ-চাষাঢ়া-আদমজী রুটে রেলের প্রায় ১ হাজার কোটি টাকার সম্পত্তি দখল করে নিয়েছে বিভিন্ন দখলদার। রেলওয়ের এই সম্পত্তি দখলদারদের মধ্যে ব্যবসায়ী, রাজনীতিবিদ, মাস্তান, রেলওয়ের একশ্রেণির কর্মকর্তা কর্মচারী রয়েছেন বলে জানা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জ চাষাঢ়া টু আদমজী পুরাতন পরিত্যক্ত রেল লাইনের দুই পাশের সম্পত্তিতে দখল করা জমিতে নির্মাণ হয়েছে অসংখ্য মার্কেট, দোকানপাট ও বসবাসের ঘর। প্রতিদিনই কেউ না কেউ এ রেলওয়ের জমি দখল করে নিচ্ছে।