কভিড-১৯-এর প্রথম প্রাদুর্ভাব চিহ্নিত করা হয় ২০১৯ সালের ডিসেম্বরে। সেটি মহামারী আকার ধারণ করলে গোটা বিশ্বের বিজ্ঞানীরাই প্রাণঘাতী এ রোগের হাত থেকে মানুষকে বাঁচাতে টিকা আবিষ্কারের জোর চেষ্টা চালিয়ে যান। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বেশকিছু প্রতিষেধক তৈরি হয়। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা অন্যতম। বিশ্বে প্রথম করোনার এ টিকাটি মানবদেহে প্রয়োগ করা হয় ২০২১ সালের জানুয়ারিতে। সপ্তাহ তিনেকের মাথায় বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে এর প্রয়োগ শুরু করে সরকার। এর ১০ দিন পরই গণপরিসরে টিকাদান কার্যক্রম শুরু হয়। দেশে মোট প্রয়োগকৃত ডোজের ১৫ শতাংশের বেশিই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড।