সাংবাদিকতার জন্য ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, দেশে বর্তমানে ৯টি আইন রয়েছে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গণমাধ্যমের স্বাধীনতাকে প্রভাবিত করে। আরও তিনটি আইন চূড়ান্ত খসড়া পর্যায়ে। এর পাশাপাশি প্রেস কাউন্সিল আইন সংশোধনের বিষয়টি ধরলে এমন আইনের সংখ্যা দাঁড়াবে ১৩টি। সাংবাদিকদের সুরক্ষার জন্য দেশে আজও কোনো আইন প্রণয়ন হয়নি। দেশের গণমাধ্যম বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মনোভাব নেই, সরকার কমিটেড গণমাধ্যমের স্বাধীনতা দিতে। গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত।’