মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার সেন্টারে’ নিহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগের সত্যতা নিশ্চিত করতে কবর থেকে লাশ তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এজন্য আদালতের কাছে অনুমতি চাওয়ার প্রস্তুতি চলছে। সম্প্রতি কবর দেওয়া লাশের পোস্টমর্টেম করলেই অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।