বর্ষণের ফলে সজীব-সতেজ হয়ে উঠছে প্রাণ-প্রকৃতি ~দৈনিক ইনকিলাব

বর্ষণের ফলে সজীব-সতেজ হয়ে উঠছে প্রাণ-প্রকৃতি

গত চার-পাঁচ দিনে প্রায় সারা দেশে কমবেশি বৃষ্টিপাত হয়েছে। গতকাল বুধবার প্রায় দেশজুড়ে হালকা থেকে মাঝারি বর্ষণ, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশে এবার দীর্ঘস্থায়ী তাপদাহ, খরা-অনাবৃষ্টির পর বর্ষণের ফলে সজীব-সতেজ হয়ে উঠছে প্রাণ-প্রকৃতি। টানা থেমে থেমে প্রতিদিনের বৃষ্টিপাতের ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৈশাখের ভরা গ্রীষ্ম মৌসুমের এ সময়ের ‘স্বাভাবিক’ তাপমাত্রার চেয়ে পারদ বেশ নিচে নেমে গেছে। খরায় অস্বাভাবিক নিচের দিকে নেমে যাওয়া ভূগর্ভস্থ পানির স্তর ফের রিচার্জ হতে শুরু করেছে। চৌচির হওয়া মাঠ-ঘাট, পুকুর-দীঘি, খাল-বিল-প্রান্তর বৃষ্টিতে সিক্ত হচ্ছে। তবে বৈশাখ মাসে মৌসুমের এ সময়ে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকায় বিশেষ করে কৃষকদের মাঝে উদ্বেগ-আতঙ্ক রয়েছে। ইতোমধ্যে শিলাবৃষ্টি বা শিলাঝড় ও কালবৈশাখী ঝড়ে ফল-ফলাদির বাগান, ফসল ও শাক-সবজি ক্ষেতের ফলন নষ্ট হয়েছে। বজ্রপাতে কৃষক, কৃষি-শ্রমিক ও বসতঘরের বাসিন্দাসহ বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন