মৃত্যুদণ্ড চূড়ান্ত না হলে কনডেম সেল নয় ~যুগান্তর

কনডেম সেল নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

সব ধরনের বিচারিক ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দণ্ডিতকে কনডেম সেল বা নির্জন কারাকক্ষে রাখা যাবে না। কনডেম সেলে বন্দি তিন কয়েদির রিট আবেদনের রুল নিষ্পত্তি করে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণসহ এ রায় দেন। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই যাদের কনডেম সেল বা কারাগারে নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছে, তাদের পর্যায়ক্রমে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আর এ কাজের জন্য দুই বছর সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন