মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে, এটা খুবই স্বাভাবিক ও নির্জলা সত্য। কিন্তু তাই বলে সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা বা গাফিলতিতে মৃত্যু কে-ই-বা মেনে নিতে পারে? এর সহজ জবাব, কেউই পারে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, নানা ক্ষেত্রে নানা জনের গাফিলতিতে অকালে অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করতে হচ্ছে অনেককে। কখনো লিফটে আটকে, কখনোবা আগুনে পুড়ে অসহায়ের মতো প্রাণ হারাচ্ছে মানুষ। কখনো ভবনে বিস্ফোরণে ঘটছে প্রাণহানি। গ্যাসলাইন, স্যুয়ারেজ লাইন—সবই যেন বিস্ফোরণোন্মুখ। গাড়ির গ্যাস সিলিন্ডারেও সব সময় ভরসা রাখা দায়।