সোমালিয়ান দস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। গতকাল সন্ধ্যায় কুতুবদিয়া এলাকায় জাহাজটি নোঙর করে। মঙ্গলবার (আজ) দুপুরে দায়িত্ব হস্তান্তর শেষে জিম্মিদশা থেকে মুক্ত হওয়া ২৩ নাবিক উপকূলে ফিরবেন। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘আরব আমিরাত থেকে চুনাপাথর নিয়ে এমভি আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় নোঙর করেছে।