উপজেলা নির্বাচন ঘিরে সংঘাত-সংঘর্ষ চলছেই। প্রার্থীরা কেউ আচরণবিধির তোয়াক্কা করছেন না। এক প্রার্থী অন্য প্রার্থীর কর্মীদের হুমকিধমকি দিচ্ছেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার প্রতিপক্ষকে হুমকি দিয়ে বলেছেন, সাবধান, আমাদের শরীরে কিন্তু এখনো রক্তমাংস আছে। পিডাইয়া লম্বা করে দেন, বহু ওপরের নির্দেশ। এদিকে গোপালগঞ্জ সদরে নির্বাচন-পরবর্তী সহিংসতা-সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া ঝালকাঠি সদরের এক চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে এ বিষয়ে শুনানি করে দুর্জয়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি। ভোটের ছয় দিন আগে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।