ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার ~বণিকবার্তা

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি পেয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর কারণে গতকাল দায়িত্ব পুনর্বণ্টনের এ সিদ্ধান্ত নেয় ইরান। খবর বিবিসি ও আইআরএনএ। ইরানের সংবিধানের ১৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, দায়িত্বরত অবস্থায় কোনো প্রেসিডেন্টের মৃত্যু হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। এ আইনবলে ৬৮ বছর বয়সী মোখবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি মোখবারকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের দায়িত্বও দিয়েছেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন