অপরাধে নতুন নতুন মুখ, হামলায় ভাড়াটে লোক ~প্রথমআলো

অপরাধে নতুন নতুন মুখ, হামলায় ভাড়াটে লোক

রাজধানীর পল্লবীর ১০ নম্বর সড়কের ইন্টারনেট সংযোগের ব্যবসাপ্রতিষ্ঠান এক্সট্রিম সাইবার জোন। ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিষ্ঠানটিতে একটি ককটেল ছোড়া হয়। এটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জিসান (৩০)। স্থানীয় লোকজন ধরে ফেলেন মো. রাজু (৩৫) নামের ওই হামলাকারীকে। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। তখন রাজু জানান, তিনি পেশায় রিকশাচালক। পাঁচ হাজার টাকার চুক্তিতে এই ককটেল ছুড়েছেন। পরে পুলিশ জানতে পারে, প্রতিষ্ঠানটি থেকে চাঁদা না পাওয়ায় ওই রিকশাচালককে দিয়ে হামলা করান পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী মোক্তার হোসেন।

এ ঘটনার তদন্তে নেমে পুলিশ তথ্য পায়, শীর্ষ সন্ত্রাসীদের কেউ কেউ এখন চাঁদাবাজির জন্য কাউকে ভয় দেখাতে বা আতঙ্ক সৃষ্টি করতে চোরাগোপ্তা হামলার জন্য লোক ভাড়া করছেন। এ জন্য রিকশাচালক, পথশিশু, ছিন্নমূল মানুষকে বেছে নিচ্ছেন তাঁরা। এভাবে অপরাধজগতে অনেক নতুন মুখ যুক্ত করেছেন সন্ত্রাসীরা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন