মৃতদেহের সকল অংশ পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে! ~প্রথমআলো

আনার ‘খুন’ না অন্তর্ধান

সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে (আনার) এর আগে দুবার খুনের পরিকল্পনা করা হয়। তৃতীয়বারের চেষ্টায় সফল হয় খুনিরা। খুনের আগে আনোয়ারুলকে মিথ্যা তথ্য দিয়ে ডেকে নেওয়া হয় কলকাতার সঞ্জিভা গার্ডেন্সে। সেখানে তাঁর ওপর চেতনানাশক ক্লোরোফর্ম ব্যবহারের পর খৃুন করা হয়। তবে গতকাল শনিবার রাত পর্যন্ত লাশের কোনো অংশ উদ্ধার হয়নি। মরদেহ বা মরদেহের কোনো অংশ পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন