বিয়েতেও ব্যয়ের কশাঘাত : ফির দ্বিগুণ রাজস্ব চায় সরকার~কালের কণ্ঠ

বিয়ের ভাবনায় সবার আগে আসে খরচের খড়্গ। এই খরচ শুধু বর-কনের সাজের জন্য চড়া শুল্কের পণ্যে সীমাবদ্ধ নেই। এখন আপ্যায়নের ব্যয় যেমন বেড়েছে, তেমনি আপ্যায়নের হলভাড়ায় ব্যক্তিগত আয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা আছে। এতেই শেষ নয়, বিয়ে করতে সামাজিকতা রক্ষার নামে বড় অঙ্কের দেনমোহর নিয়ে চলে দরবার।

এই দেনমোহর ধার্য হলেই করা হয় বিয়ের নিবন্ধন। নিবন্ধন ছাড়া করলে ঘটতে পারে বিপত্তি। তাই প্রায় সবাই বিয়ের দেনমোহরের ওপর নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন সারছেন। এই ফি থেকে আয় দ্বিগুণ বাড়াতে চায় সরকার।