কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আগামীকাল ২২ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন। কাতারের আমিরের সফরকালে দুই দেশের মধ্যে ১০টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাতারের আমিরের সফরে চারটি চুক্তি ও ছয়টি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। যে চারটি চুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে, সেগুলো হলো- বন্দি বিনিময়, বাণিজ্য-বিনিয়োগ, দ্বৈত কর প্রত্যাহার ও শুল্ক সুবিধা দেওয়ার জন্য সহযোগিতা।