ছিনতাই-চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানটির আশপাশে ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগ পরিচয়ে ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের মুঠোফোন ছিনিয়ে নিয়ে যাচ্ছে একদল সন্ত্রাসী। জোর করে ছাত্রাবাসে মাদকের আসরও বসান তাঁরা। চলে মাদকের ব্যবসাও। ক্ষমতাসীনদের মিছিল-সমাবেশে না গেলে শিক্ষার্থীদের মারধরও করা হয়।