শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে অভিযুক্ত অভিযুক্ত শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষার্থীকে সহায়তাকারী শিক্ষক-কে সাময়িক বরখাস্ত এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচ (৫) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। শুক্রবার (১৫ মার্চ) রাত দেড় টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এইসব কথা বলেন তিনি।