নেত্রকোনা সদর উপজেলার ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্থানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে পুলিশের অভিযান চলছে। অভিযানে ঢাকা থেকে আসা এন্টি টেররিজম ও সোয়াটের সদস্য, জেলা গোয়েন্দা পুলিশের সদস্য, জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ পঞ্চাশ জন সদস্য অংশ নেন। এতে নেতৃত্ব দিচ্ছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি শাহ্ আবিদ হোসেন। কঠোর নিরাপত্তায় ভবনটির ভেতরে অভিযান চলছে।